Friday, December 5, 2025

চৌগাছায় শহীদ আল আমিনের পরিবারের জন্য জামায়াতের এক লাখ টাকা অনুদান

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ ২০২৪ সালের জুলাই মাসের আন্দোলনে শহীদ হওয়া চৌগাছার একমাত্র আল আমিনের পরিবারকে ঘর নির্মাণের জন্য আরও এক লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টায় চৌগাছার আল আমিনের বাড়িতে এ অর্থ প্রদান করা হয়।

যশোর জেলা জামায়াতের আমিরের পক্ষে অনুদানের অর্থ আল আমিনের বাবা আনোয়ার হোসেন বাবুর হাতে তুলে দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। এর আগে, যশোরে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আল আমিনের বাবার হাতে নগদ দুই লাখ টাকা হস্তান্তর করেন। এছাড়াও, বিভিন্ন সময়ে উপজেলা জামায়াতের পক্ষ থেকে আরও কিছু অনুদান দেওয়া হয়েছে।

টাকা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী বলেন, “আমরা সবসময় আল আমিনের পরিবারের পাশে আছি। আল আমিন যেন শাহাদাতের মর্যাদা লাভ করেন, সেই দোয়া করি। তার পরিবারের ক্ষতিপূরণ দেয়ার মতো সামর্থ্য আমাদের নেই, তবে সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা পাশে থাকার চেষ্টা করছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান ও মাওলানা গিয়াস উদ্দিন, ফুলসারা ইউনিয়ন জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম ও সেক্রেটারি মাস্টার এনামুল হক, শ্রমিক নেতা আহসান হাবিব, সিংহঝুলী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি জিকো খান এবং শ্রমিক বিভাগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ।

আর কে-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর