Friday, December 5, 2025

রাশিয়ায় বিমান বিধ্বস্ত: পাঁচ শিশুসহ ৪৯ আরোহীর সবাই নিহত

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনের এএন-২৪ মডেলের বিমানটি চীন সীমান্তসংলগ্ন আমুর অঞ্চলের টাইন্ডা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। প্রাথমিকভাবে বিমানটি নিখোঁজ ঘোষণা করা হলেও পরে আমুর অঞ্চলে এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এবং তাস জানিয়েছে, অবতরণের সময় পাইলটদের ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। তবে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় ভিন্ন তথ্য দিয়ে জানায়, বিমানে আরোহীর সংখ্যা ছিল ৪০ জন। বিভ্রান্তি নিরসনে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর