Friday, December 5, 2025

গভর্নরের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের পোশাক নিয়ে সার্কুলার প্রত্যাহার

বাংলাদেশ ব্যাংকে কর্মরতদের পোশাক নিয়ে দেওয়া একটি পরামর্শমূলক সার্কুলার সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিলে, গভর্নরের নির্দেশে তা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকের পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় জানানো হয়, সাম্প্রতিক বিভাগীয় সভাগুলোতে শালীন পোশাক সংক্রান্ত কিছু পরামর্শ দেওয়া হলেও সেটি বাধ্যতামূলক ছিল না। নারীদের জন্য সালোয়ার-কামিজ বা শাড়ির সঙ্গে স্কার্ফ, এবং পুরুষদের জন্য ফর্মাল পোশাক পরার সুপারিশ করা হয়। কারুকার্যপূর্ণ বা অফিস-অসামঞ্জস্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করা হলেও হিজাব বা বোরকা পরার ক্ষেত্রে কোনো বাধা ছিল না।

তবে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকেই একে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখেন।

এই প্রেক্ষাপটে বিদেশে অবস্থানরত গভর্নরের নজরে বিষয়টি এলে, তিনি ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিক সার্কুলার প্রত্যাহারের নির্দেশ দেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতে এমন সংবেদনশীল বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা হবে এবং কর্মীদের স্বাধীনতা সর্বোচ্চ গুরুত্ব পাবে।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর