Friday, December 5, 2025

যশোরে বিএনপি কর্মী হত্যার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতা আটক

যশোরের মণিরামপুরে বিএনপি কর্মী মেজবা উদ্দিন চন্টু হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন,মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর মোহাম্মদ গাজী ও মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অমর কান্তি রায়। বুধবার তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার এসআই তারা মিয়া।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় মণিরামপুরের কাশিপুর গ্রামের বিএনপি কর্মী মেজবা উদ্দিন চন্টুর বিরুদ্ধে একের পর এক মামলা হয়। নিরাপত্তার কারণে তিনি গ্রাম ছেড়ে ঢাকায় চলে যান।

২০১৫ সালের ১৭ মার্চ চালক নয়নের মাইক্রোবাসে করে মণিরামপুর থেকে ঢাকায় গিয়ে চন্টুকে ধরে এনে যশোর ডিবি কার্যালয়ে আটকে রাখে পুলিশ। এ খবর পেয়ে চন্টুর পরিবার আসামি জুয়েল ও হাশেম আলীর সঙ্গে যোগাযোগ করে এবং চন্টুকে ছাড়িয়ে আনতে তাদের হাতে ১০ লাখ টাকা তুলে দেয়। কিন্তু তারা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।

এরপর চন্টুর পরিবারের কাছে খবর আসে যে তাকে হত্যা করা হতে পারে। চন্টুর স্বজনরা নয়নের মাইক্রোবাসে করে মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের গরীবপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছে দেখেন, আসামি নুরুন নবী গাছি দা দিয়ে চন্টুর পিঠে কোপ মারছেন। এরপর অন্য আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে, দুই চোখ উপড়ে ফেলে এবং পুরুষাঙ্গ কেটে ফেলে। লোকজনের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পরদিন ১৯ মার্চ স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে চন্টুর মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে শনাক্ত করে পরিবার।

এ ঘটনায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নিহতের ভাই আলী হোসেন তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পাঁচজন এসআইসহ মোট ৩৮ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি নিয়মিত মামলা হিসেবে থানায় রেকর্ড হয়।

মামলার তদন্তে অভিযুক্ত দুই আওয়ামী লীগ নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে পুলিশ বুধবার তাদের গ্রেপ্তার করে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর