শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভূয়া হোমিও চিকিৎসক জহির রায়হান (৩৭) কে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কুঠিপাড়া মোড়ে অবস্থিত ‘রায়হান হোমিও হল’-এ অভিযান চালিয়ে তাকে দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন জাহান তাকে “বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অধ্যাদেশ, ১৯৮৩” এর ৩৯(২) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন।
জানা গেছে, জহির রায়হান কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিতে ৪ বছরের ডিএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্স সম্পন্ন করেননি। অথচ তিনি নিজেকে হোমিও ডাক্তার পরিচয় দিয়ে নিয়মিত রোগী দেখে ফি গ্রহণ করতেন এবং প্রেসক্রিপশন ও ওষুধ দিতেন। দীর্ঘদিন ধরে তিনি এভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া জহির রায়হান নিজেকে ভারতের কলকাতা থেকে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার হিসেবে পরিচয় দিতেন, যদিও তার কোনো বৈধ সনদপত্র নেই।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সূরাইয়া পারভীন, চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার রায়, ভূমি অফিসের পেশকার অলোক বিশ্বাস উপস্থিত ছিলেন।







