Friday, December 5, 2025

মৃত্যুর ৭ দিন পর রেমিটেন্স যোদ্ধা সুজিতের মরদেহ এলো বাড়িতে’ সমাধি সম্পন্ন

মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছালো যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের সুজিত বিশ্বাস (২৭) এর মরদেহ। চিরনিদ্রায় সমাধি হলেন নিজ গ্রামের পারিবারিক শ্মশান। রবিবার (১৯ জুলাই) রাত ৮ টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুজিতর মরদেহের কফিন পৌঁছালে আনুষ্ঠানিকতা শেষে (সোমবার ২০ জুলাই)রাত ১২টা ৫৫ মিনিটে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এসময় তাদের কাছে একটি ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে রবিবার সকাল ৮:৩০ মিনিটে মরদেহ নিয়ে আসা নিজ বাড়িতে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের।
সুজিত অবিবাহিত হওয়ার কারণে তার কোন সন্তানাদি না থাকায় পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তাকে রবিবার দুপুর ১২ টায় পারিবারিক শ্মশানে তাকে সমাধি সম্পন্ন করা হয়।
এর আগে গত সোমবার (১৪ জুলাই ) বাংলাদেশ সময় রাত ৯টায় কাজ শেষে রুমে ফেরার পথে হঠাৎ মাঝ রাস্তায় স্ট্র্রক করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি মালয়েশিয়াতে ফুল বাগানে(মালি) হিসাবে কাজ করত।
নিহত সুজিত শংকরপুর গ্রামের নাপিত শিবু বিশ্বাসের ছেলে। তিনি মৃত্যুর সময় পিতা-মাতা ছোট বোন সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সুজিতের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন আত্মীয় স্বজন পরিজনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। প্রবাসি এক রেমিটেন্স যোদ্ধার বিদায়।
বিশেষ প্রতিনিধি
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর