যশোরে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ এবং দুর্গাপুর ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ হোসেনকে বহিষ্কার করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামীম আকতার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর আজ এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে বহিষ্কৃত ওই দুজনের সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি







