Friday, December 5, 2025

ঘোপ শিশু সংঘের তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

“অর্থ যেন মেধা বিকাশের প্রতিবন্ধকতা না হয়”—এই মূলমন্ত্র ধারণ করে পরিচালিত যশোরের শিশু সংগঠন ‘ঘোপ শিশু সংঘ’ তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। সমাজ গঠনে শিশুদের সম্পৃক্ত করতে এবং পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তুলতে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

১৮ জুলাই (শুক্রবার) সকালে ঘোপ কবরস্থানে গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। বিকালে ঘোপ ও আশপাশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় ও তৃতীয় দিনে, আগামীকাল শনিবার ও রবিবার  বিভিন্ন বয়সের শিশুরা তাদের নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গণ ও বাড়ির আঙিনায় গাছের চারা রোপন করবে ।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় সংগঠনের আহ্বায়ক মনির হোসেন মনি বলেন, “পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিশুকে ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ শেখাতে হবে।”

এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বলেন, “শিক্ষা ও স্বাস্থ্য একে অপরের পরিপূরক। আজ রোপিত এই বৃক্ষসমূহের ফল আগামীর শিশুরা ভোগ করবে। একইসঙ্গে আজকের শিশুদের এই অংশগ্রহণ তাদের মধ্যে মনুষ্যত্ব, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করবে, যা একটি সুষ্ঠ ও স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে সহায়ক হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর