Friday, December 5, 2025

বাগআঁচড়ায় উৎসবমুখর পরিবেশে চলছে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

উৎসব মুখর পরিবেশে চলছে বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল পরিবহন ও মটর শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ। ব্যপক উৎসব ও উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে চলছে এ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।
শুক্রবার (১৮ জুলাই ) বাগআঁচড়া হাইস্কুলে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহিনভাবে ভোটগ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটে  ১২শ ২৬ জন ভোটার আগামী তিন বছরের জন্য তাদের নতুন নেতৃত্বকে নির্বাচন করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেনে জানান, নির্বাচনে ১৭ টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে সভাপতি পদে দুইজন,  সহ-সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সাধারণ সম্পাদক পদে দুই জন, কোষাধ্যক্ষ দুই পদে, সাংগঠনিক সম্পাদক পদে চার জন, সমাজকল্যাণ সম্পাদক পদে দুই জন, সাংস্কৃতিক সম্পাদক পদে দুই জন, ক্রীড়া সম্পাদক পদে দুই জন, দপ্তর সম্পাদক পদে দুই জন, প্রচার সম্পাদক পদে দুইজন, এবং কার্যনির্বাহী সদস্য পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ১৭ জন প্রিজাইডিং অফিসার ও ১২ টি বুথে ভোট গ্রহণ করছেন। প্রতিটি বুথে ১শ’ করে ভোট গ্রহণ করা হচ্ছে। এছাড়াও ১২ জনের মনিটরিং টিম, ১৩ জন স্বেচ্ছাসেবক, ৩৫ জন পুলিশ সদস্য দ্বায়িত্বে রয়েছেন।

 

বাগআঁচড়া প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর