বিশেষ প্রতিনিধি, অভয়নগর (যশোর): যশোরের অভয়নগর উপজেলায় প্রথমবারের মতো চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তির নাম নাজমুল গাজি (৩০), পিতা সিদ্দিক গাজি, গ্রাম শংকরপাশা গাজিপাড়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ জুলাই সকালে হঠাৎ জ্বর, তীব্র শরীর ব্যথা ও অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করেন নাজমুল। পরবর্তীতে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করানো হয় এবং রিপোর্টে তাঁর শরীরে চিকুনগুনিয়া ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং আগের তুলনায় কিছুটা শারীরিকভাবে সুস্থ বোধ করছেন। চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে, তাঁর পরিবারের সদস্যদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এস এম মাহমুদুর রহমান রিজভী জানান, “চিকুনগুনিয়া একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। এতে জ্বরের পাশাপাশি তীব্র অস্থিসন্ধি ব্যথা, মাথাব্যথা ও শরীরে দুর্বলতা দেখা দেয়। যদিও এটি সাধারণত প্রাণঘাতী নয়, তবে শিশু, বৃদ্ধ এবং দুর্বল রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।”
এ ঘটনার পর শংকরপাশা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মশা নিধনে কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বাড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।







