বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামে চুরিকৃত পানি উত্তোলনের দুটি মটরসহ এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের করিমপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে বসে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
সন্দেহভাজনের সঙ্গে থাকা একটি বস্তা খুলে দেখা যায়, এর ভেতরে রয়েছে দেড় হর্স পাওয়ার ক্ষমতার দুটি পানি উত্তোলনের মটর। লোকজন তাকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে।
আটক ব্যক্তি নড়াইল সদর উপজেলার নাকশী গ্রামের জীবন শেখ। তার পিতার নাম উজ্জ্বল শেখ। জীবন জানান, বর্তমানে তারা নড়াইলের উজিরপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন এবং তার পিতা নসিমন চালক। তিনি স্বীকার করেন যে, এর আগেও নারকেল গাছ থেকে একাধিকবার নারকেল চুরি করেছেন।
চুরি করা মটর দুটি কোথায় নিয়ে যাচ্ছিল, জানতে চাইলে তিনি জানান, ধলগ্রাম রাস্তার মোড়ের ভাঙারি ব্যবসায়ী জেকের আলীর কাছে বিক্রি করতে এনেছিলেন। উল্লেখযোগ্য যে, এর আগেও করিমপুর গ্রামের মোকাদ্দেস আলীর স্যালো মেশিন চুরি হওয়ার পর থানা পুলিশের মাধ্যমে জেকের আলীর দোকান থেকেই তা উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় রোস্তম আলী।
সকাল ৮টার দিকে স্থানীয়রা জীবন শেখকে করিমপুর শহীদ জিয়া ক্লাবে আটক রাখেন।
আর কে-০২







