Friday, December 5, 2025

শার্শায় মরণোত্তর ভাতা পেল নিহত ৩১ শ্রমিক পরিবার

শার্শা উপজেলা প্রতিনিধিঃ শার্শার বাগআঁচড়ায় নাভারণ–বেনাপোল সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে ৩১ জন মৃত পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে মরণোত্তর ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিস্ট্রিক্ট বাস সিন্ডিকেট যশোর অঞ্চলের সহসভাপতি এবিএম শামসুল আলম কাজল। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বাগআঁচড়া-নাভারণ-বেনাপোল রুটের নিহত শ্রমিকদের পরিবার মরণোত্তর ভাতা পায়নি। বিষয়টি জানতে পেরে মানবিক বিবেচনায় আমরা এই সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে টুটুল-সহিদুল পরিষদ বিজয়ী হলে, ভবিষ্যতে কোনো শ্রমিক মারা গেলে জানাজা হওয়ার আগেই তার পরিবারকে ভাতা প্রদান নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, এই ভাতা শ্রমিক ভাইদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ। আমরা চাই, সংগঠন সবসময় প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে মানবিকভাবে দাঁড়াক।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, কায়বা ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মরহুম শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

স্থানীয় শ্রমিক নেতারা এই উদ্যোগকে শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর