যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ৫০ দিনের মধ্যে চুক্তি না হলে রাশিয়া ও এর বাণিজ্যিক অংশীদারদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে।
সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউজে ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, আমি রাশিয়ার আচরণে একেবারেই খুশি নই। যদি ৫০ দিনের মধ্যে চুক্তি না হয়, আমরা খুবই চড়া শুল্ক আরোপ করব।
তিনি জানান, এই শুল্ক আরোপ করা হবে সেইসব দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপর, যারা রাশিয়ার রপ্তানি পণ্য বিশেষ করে তেল ও গ্যাস কিনছে। এর ফলে চীন, ভারত, ব্রাজিল ও তুরস্কের মতো দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যারা রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল।
ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে চুক্তি এরই মধ্যে হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তা না হওয়ায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেন।
এর আগেও ট্রাম্প সেকেন্ডারি শুল্কের হুমকি দিলেও এবারই প্রথম তিনি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন—সেপ্টেম্বরের মধ্যে চুক্তি না হলে শুল্ক কার্যকর হবে। তবে কোন কোন রুশ পণ্য এই শুল্কের আওতায় আসবে, তা এখনও স্পষ্ট নয়।
অনলাইন ডেস্ক/আর কে-০১







