Friday, December 5, 2025

মনিরামপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের কোপে বড় ভাই নিহত, স্ত্রী আহত

যশোরের মনিরামপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাই ও ভাতিজার হামলায় বড় ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রীও। নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান (৫৭)। তিনি মৃত ইজাহার মোড়লের ছেলে এবং উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটে গত ১৩ জুলাই (শনিবার) বিকেল ২টার দিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি খাতুনের ওপর হামলা চালায় মান্নানের ছোট ভাই আব্দুল হান্নান (৪৫) ও তার ছেলে রহমতুল্লাহ (১৮)। তারা পূর্বপরিকল্পিতভাবে ঘরে ঢুকে চাইনিজ কুড়াল ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দু’জনকে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকেই ঢাকায় স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুলাই ভোররাতে আব্দুল মান্নান মারা যান।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর