Friday, December 5, 2025

চৌগাছায় চুরি হওয়া স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার, আটক ১

যশোরের চৌগাছা থানা পুলিশ চুরির ঘটনায় চোরাই স্বর্ণ-রুপার গয়না ও নগদ টাকা উদ্ধার করেছে। এ ঘটনায়  হাসান (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত হাসান উপজেলার চাঁদপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—১ জোড়া স্বর্ণের চুরি, ২ জোড়া কানের দুল, ৫টি স্বর্ণের আংটি, ১ জোড়া কানের বেলকুলি, ১ জোড়া স্বর্ণের কানের রিং, রুপার ২ জোড়া নুপুর, ২ জোড়া চুড়ি, ১টি আংটি, ১ জোড়া রুপার কানের রিং, ১ জোড়া রুপার চেইন এবং নগদ ৮০ হাজার টাকা।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর