শ্যামল দত্ত, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় চলাচলে অক্ষম ২০০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ এবং একটি মডেল মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও চৌগাছা সমিতি, ঢাকা’র সভাপতি ড. নাসিমুল গণি (শেলী)।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টায় চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে চৌগাছা সমিতি, ঢাকা’র আয়োজনে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও চৌগাছা সমিতির সংস্কৃতি সম্পাদক মাহবুবুর রহমান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা রাষ্ট্রের সম্পদ। তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
-
অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, সাবেক পরিচালক, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট এবং সাধারণ সম্পাদক, চৌগাছা সমিতি, ঢাকা
-
খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার হুসাইন শওকত
-
যশোরের পুলিশ সুপার রওনক জাহান
-
জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, ওসি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, জামায়াত আমির মাওলানা গোলাম মোরশেদ, প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবু জাফরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ২০০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন প্রধান অতিথি।
পরে দুপুর ১২টায় সিনিয়র সচিব নাসিমুল গণি চৌগাছা মডেল মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দুপুর ১টায় তিনি খয়রুন্নেছা নার্সিং কলেজ উদ্বোধন, নবীনবরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানটির পরিচালক হাসানুজ্জামান রায়হান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ স্বাস্থ্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







