Friday, December 5, 2025

রাফির স্বপ্ন বিমান বাহিনীর অফিসার হওয়া

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে যায়েদ আল রাফি। সে মণিরামপুর সম্মিলনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়।

রাফি মণিরামপুর প্রেসক্লাবের সাবেক আইসিটি সম্পাদক, দৈনিক পাঞ্জেরী ও রাতদিন নিউজের উপজেলা প্রতিনিধি, এবং অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. শফিয়ার রহমান ও শিক্ষিকা রত্না জেসমিনের পুত্র। তার বাড়ি মণিরামপুর পৌরসভার দুর্গাপুর গ্রামে।

ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীর একজন অফিসার হওয়ার স্বপ্ন দেখছে রাফি। সে সকলের কাছে দোয়া কামনা করেছে এবং তার এই অর্জনের জন্য পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর