Friday, December 5, 2025

মণিরামপুরে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি

যশোররে মণিরামপুর উপজেলার ৫ নং হরিদাসকাটি ইউনিয়নে সার্বজনীন পূজামণ্ডপ ‘শাহ্ মান্দার তলায় দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ৯জুলাই বুধবার গভীর রাতে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই শাহ্ মান্দার তলা মন্দির চত্বরে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আড্ডা লক্ষ্য করা যায়। ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত হওয়ায় এই স্থানটি অপরাধীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এখানে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন ও ব্যবসা। এই সুযোগে প্রতিবছরই ২-৩ বার দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটে থাকে।

উল্লেখ্য, বহু বছর ধরে সনাতন ধর্মাবলম্বীরা এই শাহ্ মান্দার তলায় পূজা-অর্চনা করে আসছেন। এছাড়া ভিন্ন ধর্মের মানুষেরাও সেখানে এসে মানত করেন। প্রতি বৃহস্পতিবার ও রবিবার এখানে চলে মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মানত ও পূজার জন্য ছুটে আসেন এই পূণ্যস্থানে। দানবাক্স চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করে বলেন, যদি নিয়মিত পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা থাকত, তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা সম্ভব হতো। 

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর