Friday, December 5, 2025

সাপ্তাহিক ছুটিতেও চালু থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম

মাসুদুর রহমান শেখ, বেনাপোল থেকে: সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ও বেনাপোল স্থলবন্দরসহ দেশের সকল কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং পণ্য খালাস স্বাভাবিকভাবে চলবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ধীরগতির কারণে সাম্প্রতিক সময়ে পণ্য চালান ছাড় প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে। এ অবস্থায় আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে ১১ ও ১২ জুলাই (শুক্র ও শনিবার) পণ্য খালাসসহ সংশ্লিষ্ট কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কাস্টমস নীতি) মো. রইচ উদ্দিন খানের স্বাক্ষরিত নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে কাস্টমস সংশ্লিষ্ট লেনদেন সচল রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসাথে চট্টগ্রাম, ঢাকা, মোংলা, পায়রা ও বেনাপোলসহ দেশের সকল বন্দর ও শুল্ক স্টেশনকে কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রাফেজা বেগম জানান, “এনবিআরের নির্দেশনা অনুযায়ী শুক্র ও শনিবার বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।”

ব্যবসায়ীদের স্বার্থে নেওয়া এ সিদ্ধান্তের ফলে কাঁচামালসহ আমদানি পণ্য দ্রুত খালাস করা সম্ভব হবে। এতে রপ্তানি কার্যক্রমও ব্যাহত হবে না বলে আশা করছে এনবিআর।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর