Friday, December 5, 2025

বেনাপোল বন্দরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা সমস্যা নিরসনে বেনাপোল স্থলবন্দরে গঠিত হয়েছে ছয় সদস্যবিশিষ্ট একটি পর্যবেক্ষণ কমিটি। এই কমিটির উদ্যোগে দ্রুত পদক্ষেপ নিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৭০ শতাংশ জমে থাকা পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে। তবে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বন্দর পরিচালক (ট্রাফিক) মোঃ মামুন কবির তরফদার।

বুধবার (১০ জুলাই) সকালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, পুরোনো ড্রেন সংস্কার ও নতুন ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি অপসারণে কাজ চালিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমস, বন্দর, রেলওয়ে ও পৌরসভা একসঙ্গে সমন্বিতভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

বন্দর পরিচালক মামুন তরফদার বলেন,

“স্থায়ী সমাধান করতে হলে কমপক্ষে দুই বছর সময় লাগবে। রেলওয়ে এবং কাস্টমস আলাদাভাবে তাদের এলাকায় পানি নিষ্কাশন করবে। তবে রেলওয়ের কার্যক্রমে গতি আনতে বন্দর এক্সচেঞ্জের পানি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। প্রকল্পভিত্তিক স্থায়ী ব্যবস্থা না হলে এই সমস্যার পূর্ণ সমাধান সম্ভব নয়।”

এ সময় উপস্থিত ছিলেন কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক (ট্রাফিক) মোঃ ফয়সাল আহসান সজীব, রেলওয়ে সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ চাঁদ আহমেদ, পৌরসভা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বন্দর ইঞ্জিনিয়ার আবুল খায়ের, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী, রেলওয়ে পুলিশ সাব-ইন্সপেক্টর আমিনুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মফিজুর রহমান ও কমান্ডার সাত্তার আলী।

৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী বলেন,

“আমরা বেনাপোল বন্দরের পানি নিষ্কাশনে একটি স্থায়ী সমাধান চাই। এ জন্য যেকোনো সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।”

৮৯১ নম্বর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাকসুদুর রহমান রিন্টু বলেন,

“যত দ্রুত সম্ভব ড্রেন ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে হবে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে শ্রমিকরা পাশে আছে।”

গত ৯ জুলাই গঠিত পর্যবেক্ষণ কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা। অন্যান্য সদস্যরা হলেন কাস্টম হাউস, স্থলবন্দর, রেলওয়ে প্রতিনিধি, স্থানীয় একজন গণ্যমান্য ব্যক্তি ও নির্বাহী প্রকৌশলী।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের প্রত্যাশা— এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে বেনাপোল স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসন হবে এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরও গতিশীল ও বাধাহীনভাবে চলবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর