Friday, December 5, 2025

লামা-চকরিয়া সড়কে পাহাড় ধস, ঝুঁকি নিয়ে যান চলাচল

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা-চকরিয়া সড়কে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) সকালে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স এলাকায় এ ধসের ঘটনা ঘটে। এতে সড়কে মাটি ও আবর্জনা পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত ধসের মাটি সরিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করা হয়। তবে এখনো অনেক এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়ে গেছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনাস্থল পরিদর্শনে যান লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। তিনি জানান, “ধসের পর ফায়ার সার্ভিসের সহায়তায় রাস্তা পরিষ্কার করা হয়েছে। আপাতত যান চলাচল স্বাভাবিক হলেও সামনে আরও ৪ দিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

এদিকে, লামা-সুয়ালক সড়কের টংগাবতি, ডাবল ব্রিজ ও ফাইতং বদরটিলা এলাকাসহ বেশ কয়েকটি স্থানে রাস্তার ইট-বালু উঠে গিয়ে কাদা-পিচ্ছিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খানা-খন্দে ভরপুর এ সড়কগুলো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসন ও লামা তথ্য অফিসের মাধ্যমে প্রচার করা হচ্ছে সতর্ক বার্তা। যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। তবে সংশ্লিষ্ট সড়কগুলো দ্রুত সংস্কার ও পাহাড় ধসপ্রবণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা না নিলে দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর