Friday, December 5, 2025

স্ত্রী হত্যার দায়ে লামার কামাল হোসেনের মৃত্যুদণ্ড

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় স্ত্রী কদর বানুকে হত্যার দায়ে মো. কামাল হোসেন (৪২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুন পাল এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সঙ্গে ইসলামী শরিয়াহ মতে বিয়ে হয় কামালের। দুই সন্তান নিয়ে সংসার চলছিল। পরে কামাল দ্বিতীয় বিয়ে করতে চাইলে কদর বানু বাধা দেন। এরপর কামাল স্ত্রী ও সন্তানকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে স্ত্রী মামলা করলে ‘ভালো ব্যবহারের প্রতিশ্রুতি’ দিয়ে তাকে আবার শ্বশুরবাড়িতে নিয়ে যান।

২০১৯ সালের ২ নভেম্বর কামালের বাড়ির আড়ার সঙ্গে কদর বানুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের ভাই আকবর হোসেন লামা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণে কামাল হোসেনের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলমগীর চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর