মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ জুলাই) দিনব্যাপী বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক করা হয় বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রিপিস, টুপিস, চকলেট, সিটি গোল্ড আইটেম, বিভিন্ন ধরনের ওষুধ ও কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, দীর্ঘদিন ধরেই সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”







