জাকির হোসেন, কেশবপুর: কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) ইউএনও’র কার্যালয়ে এ শুভেচ্ছা জানান সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি গোলাম হোসেন ও মিজানুর রহমান, আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান ও মাহবুব রহমান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আবু সাইদ প্রমুখ।
পরে একইদিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত কমিটির নেতারা শিক্ষার উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।







