Friday, December 5, 2025

চৌগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ, ভেজাল মিষ্টি বিক্রি এবং ফুটপাত দখলের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চৌগাছা পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি সংরক্ষণের দায়ে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মালিক অজিত কুমার ঘোষকে ২০ হাজার টাকা,  বাসি ও পচা মিষ্টি রাখার দায়ে আলম মিষ্টান্ন ভান্ডারের মালিক মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা,  একই অপরাধে সাতক্ষীরা আদী ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর ববিতা রানী ঘোষকে ৭ হাজার টাকা,  সাতক্ষীরা ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সুশান্ত কুমার ঘোষকে ৫ হাজার টাকা, আসল ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সমর কুমার ঘোষকে ৫ হাজার টাকা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে আসিক-সিয়াম ফল ভান্ডার প্রোপ্রাইটর শরিফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছেন। পূর্বেও তাকে একাধিকবার জরিমানা করা হলেও কোনো কার্যকর পরিবর্তন দেখা যায়নি।

অভিযানকালে উপস্থিত ছিলেন চৌগাছা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মেহবুব হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর