যশোরের মনিরামপুরে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার চালতিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মনিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাংরা গ্রামের ইসমাইল শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আবু তাহের হেলমেট না পরে মোটরসাইকেলে করে চালতিডাঙ্গা এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাহেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







