যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাচবুলু গ্রামে বিএনপির দলীয় কোন্দলের জেরে জাহিদ হাসান (২৭) নামের এক যুবককে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের সমর্থকরা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত জাহিদ হাসান পাঁচভুলট গ্রামের ইদ্রিস আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তৃপ্তি গ্রুপের সমর্থক। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে।
আহত পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, দলীয় বিরোধের জেরে বেনাপোল থেকে লিটন গ্রুপের সমর্থক রাজু (৩২), সুজন (৩২), লিমন (২৭), রাজুর শ্যালক, ভিটু (৩২) জাহিদকে তুলে নিয়ে যান।পাচবুল এতিমখানার পাশে নিয়ে রড দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করেন। পরে বিষয়টি একজন ফোন করে জাহিদের পরিবারকে জানালে তারা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে কেউই লিখিত কোনো অভিযোগ দেননি। তবে, খোবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাতদিন সংবাদ







