কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
শনিবার (৬ জুলাই) বিকেলে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় কেশবপুরের পাজিয়া ফুটবল একাদশ ও তালার কপিলমুনি ফুটবল একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে পাজিয়া একাদশ ৪-৩ গোলের ব্যবধানে কপিলমুনি একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদল নেতা আব্দুল গফুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খেলা দেখতে মাঠে ভিড় জমান স্থানীয় উৎসাহী জনতা। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোও একই মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।