Tuesday, July 15, 2025

যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক

যশোরের অভয়নগর উপজেলায় কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যাকাণ্ডে আরও দুই আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন—মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃত পাগল চাঁদ মণ্ডলের ছেলে ফাল্গুন মণ্ডল এবং অভয়নগরের মশিহাটি গ্রামের বিপুল রায়ের ছেলে বিপ্লব রায়। শনিবার মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। রোববার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের দাবি, অর্থ ও তথ্য দিয়ে তারা এ হত্যাকাণ্ডের নেপথ্যে কাজ করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত ২২ মে সন্ধ্যায় ডহর মশিয়াহাটী গ্রামের একটি বাড়িতে কৃষকদল নেতা তরিকুল ইসলামকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে এবং নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি ছিলেন। এ ঘটনায় গত ২৬ মে অভয়নগর থানায় ১১ জনের নামে মামলা করেন নিহতের ভাই রফিকুজ্জামান টুলু। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা বলেন, আলোচিত এই হত্যা মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। এ হত্যার অন্যতম পরিকল্পনাকারী দীপংকর মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী ফাল্গুন ও বিপ্লব। ঘটনার আগে তারা অর্থ ও তথ্য দিয়ে সহযোগিতা করেন বলে তদন্তে উঠে এসেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর