Friday, December 5, 2025

আজ পবিত্র আশুরা: ত্যাগ, শোক ও আত্মশুদ্ধির অনন্য দিন

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ, তাৎপর্যময় এবং আত্মশুদ্ধির দিন এটি। হিজরি ৬১ সনের এই দিনে কারবালার মর্মান্তিক প্রান্তরে শাহাদাতবরণ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবার-পরিজন।

এই দিনটি মুসলমানদের নিকট শুধু শোকের নয়, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহসিকতার প্রতীক হিসেবেও সমাদৃত। ইতিহাসের এই কালজয়ী ঘটনার মধ্য দিয়ে মানবতা, ন্যায় ও ত্যাগের বাণী পৌঁছে গিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরা পালিত হচ্ছে। রোজা রাখা, দোয়া, দান-খয়রাত এবং বিশেষ ইবাদতের মাধ্যমে মুসলমানরা দিনটি পালন করছেন।

ধর্ম ডেস্ক/আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর