আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ, তাৎপর্যময় এবং আত্মশুদ্ধির দিন এটি। হিজরি ৬১ সনের এই দিনে কারবালার মর্মান্তিক প্রান্তরে শাহাদাতবরণ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবার-পরিজন।
এই দিনটি মুসলমানদের নিকট শুধু শোকের নয়, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহসিকতার প্রতীক হিসেবেও সমাদৃত। ইতিহাসের এই কালজয়ী ঘটনার মধ্য দিয়ে মানবতা, ন্যায় ও ত্যাগের বাণী পৌঁছে গিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরা পালিত হচ্ছে। রোজা রাখা, দোয়া, দান-খয়রাত এবং বিশেষ ইবাদতের মাধ্যমে মুসলমানরা দিনটি পালন করছেন।
ধর্ম ডেস্ক/আর কে-০৭







