Thursday, July 17, 2025

অভয়নগরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাগানের গাছ কেটে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোনজেল মোল্ল্যা (৬৫), মৃত মোকছেদ আলী মোল্ল্যার ছেলে, এ বিষয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী জানান, গত ২১ মে ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে তার দখলীয় জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় প্রতিপক্ষ। অভিযোগে তিনি পাঁচজনকে অভিযুক্ত করেছেন। তারা হলেন—শরিয়ত উল্লাহ মোল্ল্যা (৭০), হাসান মোল্ল্যা (৫৫), শরিফুল মোল্ল্যা, মনিরুল মোল্ল্যা ও মনিরুল বিশ্বাস। অভিযুক্ত সবাই কোটা ও সমষপুর গ্রামের বাসিন্দা।

সরেজমিনে জানা যায়, কোটা মৌজার ১৪০৩ খতিয়ানের ৫৩৪৯ দাগভুক্ত ২৯ শতাংশ জমি মোনজেল মোল্ল্যা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে নগদ টাকার প্রয়োজনে তিনি শরিয়ত উল্লাহ ও হাসান মোল্ল্যার কাছে ওই জমির ২৫ শতাংশ বিক্রি করেন। বাকি ৪ শতাংশ জমিতে রোপণ করা ছিল বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ, যেগুলোই কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

মোনজেল মোল্ল্যা বলেন, “আমি দুইবার স্ট্রোক করেছি, ছেলেও অসুস্থ। স্ত্রীর এক চোখ অন্ধ। ভেবেছিলাম গাছগুলো বিক্রি করে পরিবারের চিকিৎসা করাবো। কিন্তু প্রতিপক্ষ অন্যায়ভাবে আমার গাছ কেটে নিয়ে গেছে। এখন চিকিৎসার জন্য কোনো উপায় নেই।”

তিনি আরও জানান, অভিযোগ দায়েরের পর ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় গাজীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জকে। তবে অভিযোগের বিষয়ে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মনিরুল মোল্ল্যা বলেন, “মোনজেল চাচা আমাদেরই আত্মীয়। জমি বিক্রি করে দিয়েছেন ঠিকই, তবে যেটা তিনি দাবি করছেন সেটা আমাদের ফুফুর জমি। গাছগুলো চাচা লাগিয়েছিলেন, এটা সত্য।”

এ বিষয়ে গাজীপুর ক্যাম্পের ইনচার্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর