শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় প্রথমবারের মতো আয়োজিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় মাসির বাড়ি থেকে রথে চড়ে নিজ মন্দির, হালদারপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে প্রত্যাবর্তন করেন জগন্নাথ দেব।
গত ২৯ জুন শুক্রবার জগন্নাথ দেব মাসির বাড়িতে গমন করেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে সনাতনী ধর্মীয় রীতি অনুযায়ী আজ পালিত হলো উল্টো রথযাত্রা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় ভাগবত পাঠ, সংকীর্তন ও পূজা-অর্চনা।
পূজার আচার-অনুষ্ঠান পরিচালনা করেন মন্দিরের পুরোহিত মদন গোঁসাই। সার্বিক সহযোগিতায় ছিলেন চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক অনন্ত কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের আইনবিষয়ক সম্পাদক ও সাংবাদিক শ্যামল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র মণ্ডল, শংকর দাস, আনন্দ চক্রবর্তী, মানিক কুন্ডুসহ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
রথযাত্রাকে ঘিরে চৌগাছা থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, তার নেতৃত্বে উপস্থিত ছিলেন পুলিশের একাধিক কর্মকর্তা ও সদস্যরা।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ভক্তদের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করে।