ইয়াঙ্গুন, ৫ জুলাই ২০২৫: তুর্কমেনিস্তানের বিপক্ষে এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বের শেষ ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের থুউন্না স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে মাত্র ২০ মিনিটেই বাংলাদেশ করেছে ৬টি গোল!
এর আগেই গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজকের ম্যাচটি ছিল মূলত গ্রুপপর্বে অপরাজিত থাকার লড়াই, আর সেখানে শুরু থেকেই দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী দিয়েছে বাংলার বাঘিনীরা।
প্রথম ১৮ মিনিটেই তারা জালে বল জড়ায় ৫ বার। দুই মিনিট পরেই আসে ষষ্ঠ গোল। এমন পারফরম্যান্সে মাঠে যেন একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। গোলগুলো এসেছে দারুণ সমন্বিত আক্রমণ আর টেকনিক্যাল ফুটবলের মাধ্যমে।
এই ফল ধরে রাখতে পারলে একেবারে দাপুটে পারফরম্যান্সে অপরাজিত থেকেই বাছাইপর্ব শেষ করবে বাংলাদেশ। এতে করে এএফসি মহিলা এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের জন্য আত্মবিশ্বাস ও প্রস্তুতির দিক থেকে আরও এগিয়ে থাকবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের আরও তথ্য ও চূড়ান্ত ফলাফলের জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে।







