কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫০) নামের এক গরু ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন। তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী এবং কেশবপুর উপজেলা ছাত্রদলের নেতা রুহুল কুদ্দুসের পিতা।
শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজ শেষে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জুমার নামাজ আদায় করে রফিকুল ইসলাম ঘরে ফিরে খাওয়া-দাওয়া শেষে একটি বৈদ্যুতিক বোর্ডে প্লাগ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







