Friday, December 5, 2025

লামায় শহীদ ওয়াসিম স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ও চারা বিতরণ

নাজমুল হুদা, লামা: ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণে বান্দরবানের লামায় অনুষ্ঠিত হলো শহীদ ওয়াসিম স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫। একইসঙ্গে লামা উপজেলা ও পৌর কৃষক দলের খেলোয়াড়দের মাঝে নারিকেল চারা বিতরণ এবং লামা পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্রদের হাতে ৯টি ফুটবল তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে লামা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী।

তিনি তার বক্তব্যে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, “খেলাধুলা যুবসমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।” তিনি আরও বলেন, “এই ধরনের উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়ক, তেমনি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চারা ও ফুটবল বিতরণ কর্মসূচিতে অর্থায়ন করেছে বান্দরবান জেলা কৃষকদল, লামা উপজেলা ও পৌর কৃষকদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম (আহ্বায়ক, লামা উপজেলা কৃষকদল), মো. সিরাজুল ইসলাম (সদস্য সচিব, লামা উপজেলা যুবদল), মো. আমির হোসেন (সদস্য সচিব, লামা উপজেলা কৃষকদল), মো. মাহমুদুল হাসান ইদ্রিস (আহ্বায়ক, লামা পৌর কৃষকদল), মো. মিজানুর রহমান কাজী (যুগ্ম আহ্বায়ক, লামা উপজেলা কৃষকদল) ও মো. ফরহাদুল ইসলাম (সদস্য সচিব, লামা পৌর কৃষকদল)।

এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

পরবর্তীতে, খেলোয়াড়দের মাঝে নারিকেল চারা এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্রদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই মহৎ উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর