মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর ইয়াংস্টার ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শেখারিপোতা ফুটবল একাদশকে ৫-০ গোলে হারিয়ে নাভারণ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার সবকটি গোলই করেন নাভারণ একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিপন হোসেন। ফলে তিনি ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
১৬ দলীয় এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ, আর দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হয় একটি খাসি ছাগল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ শহিদুল ইসলাম শহিদ।
বিশেষ অতিথি ছিলেন ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামছুর রহমান বিষে, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জামাত আলী মেম্বার, প্রচার সম্পাদক হযরত আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, বিএনপি নেতা মিন্টু ও যুবদল নেতা লালটু প্রমুখ।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন ইয়াসিন আলী, ইয়ানূর রহমান ও রায়হান হোসেন।