Thursday, July 17, 2025

ইতালিতে পাঁচ লাখ শ্রমিক নিচ্ছে

ইতালিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলছে বাংলাদেশিদের জন্য। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে বাংলাদেশসহ ৩৪টি দেশ থেকে প্রায় পাঁচ লাখ শ্রমিক নেবে দেশটি। সম্প্রতি ইতালীয় সরকার এই সংক্রান্ত রোডম্যাপের গেজেট প্রকাশ করেছে।

ঘোষণায় বলা হয়, কৃষি, শিল্প, পর্যটনসহ বিভিন্ন খাতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন শ্রমিক নেয়া হবে। এর মধ্যে ২০২৬ সালেই নিয়োগ দেয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনকে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে, পর্যায়ক্রমে পর্যটন, স্থায়ী ও স্ব-কর্মসংস্থান এবং দক্ষ শ্রমিকদের আবেদন নেয়া হবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত।

বিদেশি শ্রমিক নির্ভর দেশ ইতালিতে এই ঘোষণায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা নতুন আগ্রহীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন—বিশেষ করে দালাল ও ভুয়া লেনদেনের ফাঁদ থেকে।

উল্লেখ্য, ইতালিতে স্পন্সর ভিসার আবেদন করে আগের বছরগুলোতে বহু বাংলাদেশি প্রতারিত হয়েছেন। তাই এই সুযোগকে কাজে লাগাতে হলে প্রয়োজন বৈধ ও স্বচ্ছ প্রক্রিয়ায় অংশগ্রহণ।

বিশ্লেষকরা মনে করছেন, যদি সরকারিভাবে তথ্য সরবরাহ ও সহায়তা জোরদার করা হয়, তবে এই সুযোগ বাংলাদেশের জন্য হতে পারে বৈদেশিক আয় বৃদ্ধির এক বড় সম্ভাবনা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর