Friday, December 5, 2025

চৌগাছায় যানবাহনে শব্দ দূষণকারী হর্ন: দুই ট্রাক ও দুই বাসকে জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় অবৈধভাবে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের দায়ে ২টি ট্রাক ও ২টি বাসকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি শব্দ দূষণ সৃষ্টিকারী ৮টি হর্ন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা পৌর এলাকার ভাস্কর্য মোড়ে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজনিম জাহান।

জরিমানা পাওয়া যানবাহনের মধ্যে খুলনা মেট্রো-জি ১১-০১৮৫ নম্বরের বাসের চালক জিয়াউর রহমান (৪০) এবং খুলনা মেট্রো-জ ১৪-০০১৭ নম্বরের বাসের চালক গহর আলী (৪০)-কে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তাদের বাস থেকে ৪টি হর্ন জব্দ করা হয়।

এছাড়া, ঢাকা মেট্রো-ট ২০-০৬০২ নম্বরের ট্রাকচালক রাশেদ হোসেন (৩৭) ও ঢাকা মেট্রো-ট ১৪-৭০৫৮ নম্বরের ট্রাকচালক শান্তি উকিলকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের ট্রাক থেকেও ৪টি শব্দদূষণকারী হর্ন জব্দ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা সৌমেন মৌত্র, ইন্সপেক্টর জাহিদ হোসেন, উপজেলা সহকারী ভূমি অফিসের পেশকার অলক বিশ্বাস ও পুলিশের সদস্যরা।

আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর