Thursday, July 17, 2025

চৌগাছায় মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবি, উপজেলা প্রশাসনকে স্মারকলিপি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলায় পাইকারি কাঁচাবাজারের মাঝখানে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কাঁচামাল ব্যবসায়ীরা। বাজারের ১১০টি আড়ৎঘরের ব্যবসায়িক স্বার্থ রক্ষার দাবিতে তাঁরা উপজেলা ও পৌরসভা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন।

ব্যবসায়ীদের দাবি, হাটের দক্ষিণ-পশ্চিম কোণে মসজিদ নির্মাণ করা হলে প্রায় ২০০টি পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই মসজিদ নির্মাণ পরিকল্পনায় স্থান পরিবর্তনের দাবি জানিয়ে তারা স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ৫৮ জন ব্যবসায়ী।

স্মারকলিপিতে বলা হয়, চৌগাছা কাঁচাবাজারের দক্ষিণ-পশ্চিম পাশে যে জায়গায় মসজিদ নির্মাণের জন্য পরিমাপ করা হয়েছে, সেখানে ১১০ জন আড়ৎ মালিক এবং আরও প্রায় ১৫০ জন সহযোগী ব্যবসায়ী কাজ করেন। প্রত্যেক প্রতিষ্ঠানে ৫ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ রয়েছে। এই স্থানে মসজিদ নির্মাণ হলে শত শত পরিবার পথে বসবে।

হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু বলেন, “আমি ১ কোটি ৭৭ লাখ টাকায় হাটের ইজারা নিয়েছি এবং গত তিন মাস ধরে ইজারা আদায় করছি। যেখানে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে শতাধিক আড়ৎঘর রয়েছে। এতে ব্যবসা ধ্বংস হয়ে যাবে। কিছু ব্যক্তি ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। যদি এই স্থানে মসজিদ নির্মাণ করতেই হয়, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।”

এ বিষয়ে চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, “২৯ জুন চৌগাছা মডেল মসজিদের অনুমোদন হয়েছে। যদি ইজারাদার ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন, তবে সবাই মিলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।”

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, “আমরা সরেজমিন পরিদর্শন করেছি। কিছু দোকান ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বাজারে নতুন একটি মার্কেট নির্মাণ হচ্ছে—সেখানে ক্ষতিগ্রস্তদের দোকান স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর