Friday, December 5, 2025

ঝিকরগাছা পৌরসভার ৯১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯০ কোটি ৯৯ লাখ ৬৮ হাজার ৯১৮ টাকা ১২ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টায় পৌর প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট সভায় এ ঘোষণা দেওয়া হয়। এটি পৌরসভার ২৮তম প্রস্তাবিত বাজেট সভা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার বলেন, “ঝিকরগাছা উপজেলা ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। নাগরিক সেবা পেতে কারও যেন ভোগান্তি না হয়, তা নিশ্চিত করতে হবে। প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। আমাদের সেবার মান প্রতিনিয়ত উন্নত করে ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার সভায় সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, ‎উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, ‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষাল, ‎বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ‎পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, হিসাব রক্ষক খায়রুল আলম, ‎ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ‎সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান জসি, সদস্য নজরুল ইসলাম বাবুল, তারিক মাহমুদ, আফজাল হোসেন চাঁদ, কেএম ইদ্রিস আলী, পৌর বিএনপি ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সহ পৌর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ আরো অনেকে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর