Friday, December 5, 2025

চৌগাছা পৌরসভার ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩০ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা করেছে। সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান।

ঘোষিত বাজেট অনুযায়ী, মোট আয় ধরা হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ১৭৫ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪৪১ টাকা এবং উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২০ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৭৩৪ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল, সাবেক কাউন্সিলর আব্দুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকগণ।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক তাসনিম জাহান জানান, নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, ব্রিজ-কালভার্ট নির্মাণ, পানি সরবরাহ লাইনের সম্প্রসারণ, বাস টার্মিনাল ও পৌর পার্ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে জনগণের ওপর কোনো নতুন কর আরোপ করা হয়নি। এটি একটি জনবান্ধব ও বাস্তবভিত্তিক বাজেট, যা সাধারণ মানুষের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় রেখে প্রণয়ন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর