Friday, December 5, 2025

বেনাপোলে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চান অসহায় পিতা

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বেনাপোলের কাগজপুকুর এলাকার এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার ছাত্র মো. তামিম (১৪) নিখোঁজ হয়েছে। গত ১৯ জুন রাত ৮টার দিকে মাদ্রাসা থেকে বেরিয়ে সে আর ফিরে আসেনি। এ ঘটনায় ছাত্রটির পিতা আব্দুর রহমান বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আব্দুর রহমান জানান, তার একমাত্র ছেলে তামিম এক বছর ধরে ওই মাদ্রাসায় পড়াশোনা করছিল। কিছুদিন ধরে সে মাদ্রাসায় না পড়ার বায়না ধরছিল। ঘটনার দিন মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তামিম সবার অগোচরে বেরিয়ে যায়। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অসহায় এই পিতা বলেন, “একমাত্র ছেলেকে হারিয়ে আমি ভেঙে পড়েছি। সবাই দয়া করে আমার ছেলের সন্ধান পেলে আমাকে জানান। আমার মোবাইল নম্বর: ০১৯০৫-৮১৯১০০।”

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া জানান, নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা ছেলেটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর