Friday, December 5, 2025

কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

জাকির হোসেন, কেশবপুর: বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, আধুনিক বাংলা কাব্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে যশোরের কেশবপুরে।

শনিবার (২৯ জুন) এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেশবপুর উপজেলা শাখার পৃষ্ঠপোষকতায় সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মধুপল্লীতে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মধুসূদন একাডেমির মিউজিয়ামে আলোচনা সভা, ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান, মধুসূদনের লেখা থেকে আবৃত্তি, নিবেদিত কবিতা পাঠ ও মধুগীতি পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিম।
প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রভাষক ড. সন্দীপক মল্লিক।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, আলোকচিত্রশিল্পী ও মধুসূদন অ্যালবামের পরিচালক তাহেরুজ্জামান তাছু এবং আবু শারাফ সাদেক কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য।

স্বাগত বক্তব্য দেন মধুসূদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কবি খসরু পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির সদস্য রিয়াজ লিটন।

এসময় কবি-সাহিত্যিক, গবেষক, লেখক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদ তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক এবং নাটক ও মহাকাব্যে আধুনিকতার সূচনা করেন। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর