আজম খান, বাঘারপাড়া (যশোর): বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে দলটির নির্বাচন বিভাগের দায়িত্বশীলদের নিয়ে বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) স্থানীয় আল হেলাল ট্রাস্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা নির্বাচন বিভাগের প্রধান গোলাম কুদ্দুস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, জিল্লুর রহমান, মতিউর রহমান, রিয়াজুল ইসলাম ও শূরা সদস্য আব্দুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রোগ্রামে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কৌশল, মাঠপর্যায়ে কর্মী পরিচালনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।







