Friday, December 5, 2025

বাঘারপাড়ায় জামায়াতের নির্বাচন বিভাগের দায়িত্বশীলদের বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত

আজম খান, বাঘারপাড়া (যশোর): বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে দলটির নির্বাচন বিভাগের দায়িত্বশীলদের নিয়ে বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) স্থানীয় আল হেলাল ট্রাস্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা নির্বাচন বিভাগের প্রধান গোলাম কুদ্দুস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, জিল্লুর রহমান, মতিউর রহমান, রিয়াজুল ইসলাম ও শূরা সদস্য আব্দুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রোগ্রামে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কৌশল, মাঠপর্যায়ে কর্মী পরিচালনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর