মোঃ নাজমুল হুদা, লামা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে সরই ইউনিয়নের বায়তুল শরফ জামে মসজিদ মাঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ ইব্রাহিম, সদস্য সচিব মোঃ আমির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক থোয়াই সে মং মার্মা, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন, মিজানুর রহমান কাজী, সরই ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ রুবেল, সদস্য সচিব মোঃ সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আজম, খোরশেদ আলম এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন পরিবেশ সচেতন একজন রাষ্ট্রনায়ক। তার স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু স্মৃতি রক্ষার আয়োজন নয়, বরং পরিবেশ রক্ষায় একটি কার্যকর উদ্যোগ।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও রাস্তাঘাটের পাশে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।







