মোঃ নাজমুল হুদা, লামা: বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের উদ্যোগে বান্দরবানের লামা উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘কাব কার্নিভাল ২০২৫’। শনিবার (২৮ জুন) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউটস লামা উপজেলা কমিশনার মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ, স্কাউটস বান্দরবান জেলা সহ-সভাপতি বেলাল হোসেন, কমিশনার সম্পদ বড়ুয়া, ক্যাশিয়ার রহিম উল্লাহ ভূঁইয়া এবং লামা উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার এবং মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার দত্ত।
রাজা ও মন্ত্রীর ভূমিকায় অভিনয় করে কাব স্কাউটদের অনুপ্রাণিত করেন শিক্ষক জাহেদ সরোয়ার। পাশাপাশি তিনি কার্নিভালের বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন।
আয়োজকরা জানান, কাব স্কাউটদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি ও সেবামূলক মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজন। প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয়ভাবে ২৩ জুন অনুষ্ঠিতব্য এই কার্নিভাল লামায় পিছিয়ে ২৮ জুন আয়োজন করা হয়।
বিকেলে মশাল প্রজ্বালন, সাংস্কৃতিক পরিবেশনা, সমাপনী অনুষ্ঠান এবং সনদ ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী কার্নিভালের সমাপ্তি ঘটে।
স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।







