Friday, December 5, 2025

ইনিংস ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশ

তৃতীয় দিনের শেষে হার আশঙ্কার মেঘ জমেছিল বাংলাদেশের ওপর, আর চতুর্থ দিনের সকালেই সেই শঙ্কা বাস্তবে রূপ নিলো। মাত্র ৩০ মিনিটে গুটিয়ে গেল টাইগারদের দ্বিতীয় ইনিংস। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশ। ফলে কলম্বো টেস্টে ৭৮ রানের বড় জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো স্বাগতিক শ্রীলঙ্কা।

চতুর্থ দিনের শুরুতে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু দিনের দ্বিতীয় ওভারেই ধাক্কা—প্রবথ জয়াসুরিয়ার ঘূর্ণি বলে কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন লিটন দাস, ১৪ রানে শেষ হয় তার ইনিংস। এরপর নাঈম হাসান (৫), তাইজুল ইসলাম (৬) ও এবাদত হোসেন (৬) দ্রুত বিদায় নেন।

জয়াসুরিয়া একাই নেন দিনের তিনটি উইকেট, ম্যাচে তার শিকার মোট পাঁচটি। শেষ উইকেট হিসেবে এবাদতকে এলবিডব্লিউ করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন কাসুন রত্নায়েকে। ফলে মাত্র ১৩৩ রানেই থেমে যায় দ্বিতীয় ইনিংস।

এই ইনিংস পরাজয়ে বাংলাদেশ হারায় ম্যাচ এবং সিরিজ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র হওয়ায় এই জয়ের মাধ্যমে সিরিজ নিজেদের করে নেয় লঙ্কানরা।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর