নড়াইল প্রতিনিধিঃ নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার জন্য জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুর নাম ঘোষণা করেছে সংগঠনটি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু।
সংগঠনটির সূত্রে জানা গেছে, নড়াইল পৌর জামায়াতের রুকনদের (সদস্য) গোপন ভোটের মাধ্যমে হেমায়েতুল হক হিমুকে প্রার্থী করা হয়েছে। আগামীতে যখন নড়াইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন মেয়র পদে জামায়াতের হয়ে প্রার্থীতা করবেন তিনি।
জানা গেছে, হেমায়েতুল হক হিমু নড়াইল জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৩-২৪ সেশনে নড়াইল পৌর জামায়াতের সেক্রেটারি ছিলেন তিনি। এছাড়াও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহকারী সেক্রেটারি পদেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ছাত্রজীবনে নব্বইয়ের দশকের শুরুতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন হেমায়েতুল হক হিমু। সে সময়ে ছাত্রলীগ নেতা মানিক সাহা হত্যা মামলায় আসামি হয়ে ৫ মাস ৫ দিন কারাভোগ করেন তিনি। পরে মামলার রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পান হিমু। এছাড়াও ২০২৩ সালের ডিসেম্বরে নাশকতার মামলায় একমাস কারাভোগ করেন তিনি।
মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাকে সংগঠনের পক্ষ থেকে এই মহান দায়িত্ব চাপিয়ে দেয়া হয়েছে। আমি পৌর মেয়র নির্বাচিত হলে প্রথমেই নড়াইল পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। এছাড়াও শিক্ষা বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণেও কাজ করবো।
এ বিষয়ে জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু বলেন, আগামীতে পৌর নির্বাচন সামনে রেখে আগেভাগেই আমরা প্রার্থী ঘোষণা করেছি। যাতে করে প্রার্থীরা নিজেদেরকে প্রস্তুত করার জন্য পর্যাপ্ত সময় পান। সুষ্ঠু নির্বাচন হলে আশাকরি জামায়াতের প্রার্থী বিজয়ী হতে পারবেন।
আর কে-০১







