যশোরের বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় ইব্রাহিম (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাঘারপাড়া উপজেলার তারাগঞ্জ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের হাসান মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহিম রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ইব্রাহিমের অবস্থা আশঙ্কামুক্ত বলে মনে করা হচ্ছে।







