আজম খাঁন, বাঘারপাড়া (যশোর): বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন বুধবার বিকেলে বাঘারপাড়া পৌর জামায়াত অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
সভায় যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বাঘারপাড়া শাখার সেক্রেটারি আব্দুল জব্বার, পৌর জামায়াতের আমীর মাওলানা আমানুল্লাহ, অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রচার ও যুব নেতারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, “সংস্কারমূলক ও নিরপেক্ষ নির্বাচন জনগণের অধিকার এবং জামায়াতে ইসলামী এই দাবির সাথে মিল রেখে কাজ করছে। আমরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নসহ সংঘাতমুক্ত কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছি।”







